বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি রাজশাহীর শহিদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সফলভাবে শেষ করে গেল বাংলাদেশ ও পাকিস্তান যুব ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজের রেশ কাটতে না কাটতে আরেকটি বিদেশি ক্রিকেট দল আসছে রাজশাহীর এই ভেন্যুতে। এবার বাংলাদেশ যুব দলের বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকার য্বুরা। দুই দলের সফরসূচিও চূড়ান্ত হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে নগরীর শহিদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৭ জুলাই।
এদিকে অনলাইন বিডিনিউজ সূত্রে জানা গেছে, নানা সময়ে ঘরোয়া ক্রিকেট বা বিভিন্ন দলের ক্যাম্প হলেও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিদেশি দলের পদচারণা নেই অনেক দিন। সেই অপেক্ষার পালা এবার শেষ হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট যদিও নয়, তবে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের লড়াই হবে এই মাঠে। খুলনার পাশাপাশি রাজশাহীতেও হবে এই সিরিজের ম্যাচ। ৫ ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১ জুলাই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকার যুবারা। ঢাকা হয়ে সেদিনই তারা চলে যাবে খুলনায়। যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে ৬ জুলাই। এই মাঠেই ৯ ও ১১ জুলাই পরের দুই ম্যাচ। সিরিজের শেষ দুই ম্যাচ হবে রাজশাহীর শহিদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে, ১৪ ও ১৭ জুলাই। সম্প্রতি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজেও তিনটি যুব ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি হয়েছিল রাজশাহীর এই মাঠে। দীর্ঘ ১৩ বছর পর এই ভেন্যুতে এই দুলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।
আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজগুলো খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে অবশ্য পূর্ণাঙ্গ সিরিজ ছিল বাংলাদেশের। ফলাফল সেখানে খুব একটা ভালো ছিল না। একমাত্র যুব টেস্টে পরাজয়ের পর ওয়ানডে সিরিজে তারা হারে ৪-১ ব্যবধানে, পরে হেরে যায় একমাত্র টি-টোয়েন্টিও।