এবার লড়াই করে হারলো বাংলাদেশ

আপডেট: জানুয়ারি ১৫, ২০১৭, ১২:০১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



সিরিজের প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে (৮৬ রানের) হেরেছিলেন বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচেও একই ফল আসলো। মানে, দক্ষিণ আফ্রিকার মেয়েদের কাছে পরাস্ত হয়েছে রুমানা আহমেদের দল। এবার অবশ্য লড়াই গড়ে তুলতে সক্ষম হয়েছে স্বাগতিকরা, হেরেছে ১৭ রানে।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শনিবার টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার খেলেছে দক্ষিণ আফ্রিকা। সবকটি উইকেট হারিয়ে তুলেছিল ২২৩ রান। জবাবে ৫০ ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থেমে গেছে ২০৬ রানে।
লক্ষ্য তাড়া করতে নামা বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখান শারমিন আকতার ও অধিনায়ক রুমানা আহমেদ। দুজনই তুলে নিয়েছেন ফিফটি। রানআউটে কাটা পড়া শারমিন দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেছেন। ৬৮ রান করে ক্যাপের বলে সরাসরি বোল্ডআউট হন রুমানা। আর তাতেই ভেঙে যায় বাংলাদেশের জয়ের স্বপ্ন। নিগার সুলতানার ১৪ ছাড়া বাকিরা ছুঁতে পারেননি দুই অঙ্ক।
এর আগে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেছেন ওপেনার লি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ রান এসেছে আরেক ওপেনার অ্যান্ড্রি স্টেইনের ব্যাট থেকে। প্রোটিয়া অধিনায়ক করেন ২৭ রান। বাংলাদেশের পক্ষে ৪ উইকেট নিয়েছেন খাদিজাতুল কুবরা।