এবার শাহরুখের নামে তৈরি স্বর্ণমুদ্রা

আপডেট: জুলাই ২৪, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


ভারত ছাড়াও মধ্যে প্রাচ্যে এবং ইউরোপের বিভিন্ন দেশে দারুণ জনপ্রিয় শাহরুখ খান। শাহরুখ অভিনীত বিভিন্ন ছবি সে দেশের প্রেক্ষাগৃহে দেখার জন্য উপচে পড়ে ভিড়। সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘দ্য লিজিয়ন অফ ওনার’-এও ভূষিত হয়েছেন ‘কিং খান’।

এবার ফরাসি দেশের প্যারিস শহরের গ্রেভিন মিউজিয়াম অনন্য সম্মানে ভূষিত করল তাঁদের প্রিয় বলি-নায়ককে। শাহরুখের নামাঙ্কিত স্বর্ণমুদ্রা তৈরি করা হল। শাহরুখের ছবিও সেই মুদ্রায় খোদাই করা রয়েছে। শাহরুখই প্রথম বলিপাড়ার নায়ক যাঁর নামাঙ্কিত স্বর্ণমুদ্রা তৈরি করল এই জাদুঘর।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version