রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
অসম্ভব বলে কিছুই নেই। এবার এই কথাকেই সত্যি করতে চলেছেন নাসার বিজ্ঞানীরা। মহাকাশ যান এবার পাঠানো হবে সূর্যে। আগামী বছরে এই অভিযানের প্রস্তুতি শুরু হবে। নাসার গোভার্ড স্পেস ফ্লাইট সেন্টারের রিসার্চ সায়েন্টিস্ট এরিক ক্রিশ্চিয়ান জানিয়েছেন সূর্যের উদ্দেশে মহাকাশযান পাঠানোর পরিকল্পনার কথা। সূর্যের উত্তাপের জন্য তার বুকে কোনও মহাকাশযান নামানো সম্ভব না হলেও নাসার রোবোট চালিত মহাকাশযানটি সূর্যের ৬০ লক্ষ কিলোমিটারের মধ্যে ঢোকার চেষ্টা করবে। অভিযান সফল হলে বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে। জানা যাবে, সূর্যপৃষ্ঠ কেন অপেক্ষাকৃত শীতল। সূর্যপৃষ্ঠের উষ্ণতা ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু পারিপার্শ্বিক অঞ্চলের উষ্ণতা কুড়ি লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও জানা যেতে পারে, কীভাবে গতি পায় সৌরঝড়, কীভাবে ছুটে বেড়ায় সূর্যশিখা। এই অভিযানের জন্য যে বিশেষ মহাকাশযান তৈরি হবে, তার শরীরে থাকবে ১১.৪ সেন্টিমিটারের কার্বনের আবরণ। এই আবরণ ১,৩৭৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা প্রতিরোধে সক্ষম। এছাড়াও থাকছে নানা তাপ প্রতিরোধী ব্যবস্থা। – আজকাল