এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মান্দায় শিক্ষকদের সমাবেশ

আপডেট: মার্চ ১৯, ২০২৩, ১১:৩০ অপরাহ্ণ

মান্দা প্রতিনিধি :


এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নওগাঁর মান্দায় সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। রোববার (১৯ মার্চ) দুপুরে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে সমাবেশ ও মানববন্ধনের পর ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বাশিস মান্দা উপজেলা শাখা আয়োজিত এসব কর্মসূচিতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন বাশিস মান্দা শাখার সভাপতি গোলাম সোরয়ার স্বপন।

বাশিস মান্দা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্তের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ মোজাফফর হোসেন, অধ্যক্ষ আব্দুল গফুর, প্রধান শিক্ষক আশিষ কুমার সাহা, প্রধান শিক্ষক নাসির উদ্দিন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান মিঠু, প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক হোসনে আরা মুক্তি, সুপার মিজানুর রহমান প্রমুখ।