মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নওগাঁ-৩ আসনে সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী এমপি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ডাক বিভাগ অবিভাগীয় কর্মচারীবৃন্দ, মহাদেবপুর উপজেলা, নওগাঁ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পোস্ট মাস্টার মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগ, মহদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল ইসলাম, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহা. মাহবুবুর রহমান ধলু প্রমুখ। অনুষ্ঠানে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তীকে সংবর্ধনা প্রদান করেন ডাক বিভাগ অবিভাগীয় কর্মচারীবৃন্দ।