শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজশাহী মহানগরীর নিন্মবর্ণিত ৬টি কেন্দ্রে/উপকেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১মবর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তির।
উক্ত পরীক্ষা সুষ্ঠভাবে ও নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষার দিন ১৭ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) আরএমপি’র পুলিশ কমিশনার মোহম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
পরীক্ষা কেন্দ্র/উপকেন্দ্র সমূহ: রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, নিউ গভ: ডিগ্রী কলেজ, রাজশাহী কলেজ এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ।