মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের সহযোগিতায় “এশীয় দেশের মধ্যে যৌথ গবেষণার ভবিষ্যত” নিয়ে সেমিনার অনুষ্ঠিত হল এসএনইউতে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের কোরিও প্রতিনিধি ডেভিড ইয়ং চাই কিম, ওঝজঙ পরিচালক ড. তপন মিশ্র, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, এবং মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউটের অধ্যাপক রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়। বিশিষ্ট বক্তারা অ্যাকাডেমিক গবেষণা এবং ইন্ডাস্ট্রি গবেষণা সহযোগিতার ভবিষ্যত নিয়ে আলোচনা করেন।
বক্তাদের মধ্যে ছিলেন রামকৃষ্ণ মিশন সিলপা মন্দিরের অধ্যক্ষ স্বামী বেদাতিতানন্দজি মহারাজ, কলকাতা হাইকোর্টের বিচারপতি সোমবুদ্ধ চক্রবর্তী, অ্যাডামাস ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সুরঞ্জন দাস, এসএনইউয়ের প্রফেসর দেবাশীষ চক্রবর্তী, কৌশিক ভট্টাচার্য, ঈঊঙ ও সহ-প্রতিষ্ঠাতা – রঞ্জিয়া ডিজিটাল, ড. দীপঙ্কর চট্টোপাধ্যায়, অধ্যাপক, পলিমার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়।
মি. সুদীপ্ত গুহ, পরিচালক, ঈঊঙ, ড. বরুণ ভট্টাচার্য, গবেষক, গবেষণা ও উন্নয়ন, পূর্ব ভারত ফার্মাসিউটিক্যালস। সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি রিলেশনসের ডিরেক্টর ইনা বোস জানান, এসএনইউ কোরিও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে গবেষণার দিকে যাচ্ছে। যাতে করে ভবিষ্যতে পড়ুয়ারা সুযোগ পান।
তথ্যসূত্র: আজকাল অনলাইন