রবিবার, ১১ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ২৮ চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
যাত্রা থেকে শুরু করে সাংহাইয়ের উশি পৌছানো পর্যন্ত অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে জাতীয় টেবিল টেনিস দলকে। চিনের এ শহরে চলমান এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটাও ভালো ছিল না। পুরুষ দল প্রথম দিনে হেরেছিল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কাছে। আর নারী দল হেরেছিল মালয়েশিয়া ও ভিয়েতনামের কাছে। হারের ব্যবধান ছিল ৩-০ সেটে।
তবে দ্বিতীয় দিনে পুরুষ দল হারিয়েছে মালদ্বীপ ও ওমানকে। উশি থেকে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর জানিয়েছেন, এ দিন বাংলাদেশ অনেক ভালো খেলেছে। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৩-২ সেটে এবং ওমানের বিপক্ষে জয় ৩-০ সেটে। এ জয়ে পুরুষ দল ২৮ দেশের মধ্যে ২৫তম হয়েছে।
সোমবার ছেলেরা জিতলেও হেরেছেন মেয়েরা। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের হার ৩-০ সেটে। মেয়েরা ২৩তম স্থানের জন্য মঙ্গলবার খেলবে কাতারের সঙ্গে।