এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে সোমবার থেকে

আপডেট: মে ১২, ২০২৪, ১:২৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮৩.০৪%। এবারের পরীক্ষায় কেউ কাঙ্ক্ষিত ফল না পেলে তা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

সোমবার (১৩ মে) থেকে শুরু হবে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন। আবেদন করা যাবে আগামী ১৯ মে পর্যন্ত।
এবারের এসএসসি-সমমানের পরীক্ষার ফলাফল আজ রবিবার প্রকাশ করা হয়েছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের তথ্য তুলে দেওয়া হয়। সেখানেই তিনি ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন।

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেছেন, ‘ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে তিনি চাইলে পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমেই তিনি এ আবেদন করতে পারবেন।

বোর্ড খাতা যাচাই-বাছাই করে দেখে আবেদন নিষ্পত্তি করবে।’ তিনি বলেন, ‘সোমবার থেকে পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হবে, চলবে ১৯ মে পর্যন্ত।’- ঢাকা ট্রিবিউন