রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
মঙ্গলবার (১৪ মে) দিনব্যাপী রাজশাহীতে এসিডি হলরুমে অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি শিশু ও যুবকদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য সহসাথীদের শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে ট্রেনিং অন সেফ গার্ডিং অ্যাডাল্ট পিয়ার এডুকেটর শিরোনামে এক প্রশিক্ষণের আয়োজন করে।
চিলড্রেন নো বেটার- মেকিং চাইল্ড পার্টিসিপেশন দ্য কি টু ইমপ্রুভিং ইফেকটভনেস অব অ্যাকশন এগেইনস্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন শিরোনামে এসিডি রাজশাহীতে শিশুর জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যত ও যৌন শোষ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এই প্রকল্পে সহায়তা করছে অ্যাকপেট ইন্টারন্যাশনাল।
১০জন বাছাইকৃত পিয়ার লিডারদের সক্ষমতা বৃদ্ধি, একই সাথে সুরক্ষা এর গুরুত্ব সম্পর্কে ধারণা প্রদান, শিশু নির্যাতন, শোষণ এবং সকল প্রকার বৈষম্য থেকে শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় জ্ঞান এবং ধারণা বৃদ্ধি, শিশুর সুরক্ষাজনিত সমস্যাগুলো চিহ্নিত করতে সক্ষম হওয়ার পাশাপাশি শিশু অধিকার ও শিশুদের অধিকার নিশ্চিতে প্রণীত আইনের বিভিন্ন ধারা সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
অন্যদিকে শিশু নির্যাতন রোধে জাতীয় জরুরী পরিষেবা ও যোগাযোগের মাধ্যম সম্পর্কে দলীয় আলোচনার মাধ্যমে ধারণা পরিস্কার করা হয়। এসিডি প্রোগ্রাম ম্যানেজার মনিরুল ইসলাম পায়েল, প্রকল্প সমন্বয়কারী মো. আলি আহম্মেদ, প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা, কমিউনিটি মোবিলাইজার মানতাকা প্রিতু দিনব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন সেসন পরিচালনা করেন।