এসিডির প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট: জুলাই ২৮, ২০২৪, ৯:২১ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


রোববার (২৮ জুলাই ২০২৪) দিনব্যাপী (সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) রাজশাহীতে এসিডি হলরুমে এ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি) শিশু ও যুবকদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য শিশু লিডারদের সুরক্ষা ধারণা, প্রয়োজনীয়তা এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে শিশু লিডারদের অংশগ্রহণে ট্রেনিং ফর চিলড্রেন অন সেফগার্ডিং অ্যান্ড রিপোর্টিং মেকানিজম শীর্ষক এক প্র্রশিক্ষণের আয়োজন করে।

Children No Better – Making Child Participation the Key to Improving Effectiveness of Action Against Sexual Exploitation of Children শিরোনামে এসিডি রাজশাহীতে শিশুর জন্য এক সমৃদ্ধ ভবিষ্যত ও যৌন শোষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
উক্ত প্রশিক্ষণে প্রকল্পের কর্ম এলাকা রাজশাহী সিটি কর্পোরেশনসহ গোদাগাড়ি ও মোহনপুর উপজেলার নির্বাচিত ২৫জন শিশু নেতা অংশগ্রহণ করেন। শিশুলিডারদের সক্ষমতা বৃদ্ধি, একই সাথে সুরক্ষা এর গুরুত্ব সম্পর্কে ধারণা প্রদান, শিশু নির্যাতন, শোষণ এবং সকল প্রকার বৈষম্য থেকে শিশুদের সুরক্ষার প্রয়োজনীয় ধারণা এবং জ্ঞান বৃদ্ধি, শিশুর সুরক্ষাজনিত সমস্যাগুলো চিহ্নিত করতে সক্ষম হওয়ার পাশাপাশি শিশু অধিকার ও শিশুদের অধিকার নিশ্চিতে প্রণীত আইনের বিভিন্ন ধারা সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

এসিডি প্রকল্প সমন্বয়কারী মো. আলি আহম্মেদ প্রশিক্ষণের শুরুতে প্রকল্প পরিচিতিসহ বিভিন্ন বিষয় আলোকপাত করেন। অন্যদিকে শিশু নির্যাতন রোধে জাতীয় জরুরী পরিষেবা ও যোগাযোগের মাধ্যম সম্পর্কে দলীয় আলোচনার মাধ্যমে ধারণা পরিস্কার করা হয়। অংশগ্রহণ প্রক্রিয়ায় আলোচনাসহ দলীয় কাজ পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আক্তার প্রিতু।