মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
মারিয়া রিতু
এ সত্তা, জ্বলন্ত
মৃত্তিকা ছুঁয়ে শান্ত হলে। তাকে
কাকে অভিশাপ দাও। হীন-জন্মের ?
যা দিয়েছো, তাও তো রাখিনি সাথে
পোড়ার ছলে জ্বলেছি। কতো অভিনয়
অপ্রাপ্তির ক্ষত। বুকে নিয়ে চলি
বলি, কিছু নেই। হারানোর, পথ ছাড়া
অনিচ্ছা, অনাহুত আহ্বান
– এসো, ফিরে যায়। উৎসে
আমি নাই, না থাকার আনন্দটুকু
মহানন্দের। অনিচ্ছুক আছি