বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
বিয়ে যে কোনও দম্পতির জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সারাজীবন একসঙ্গে থাকার জন্য সেইদিনের অপেক্ষায় থাকেন দুজন মানুষ। এই দিন দম্পতিকে আশীর্বাদ করতে বন্ধু, পরিবারের লোকেরা, আত্মীয়েরা উপস্থিত থাকেন। বিভিন্ন সংস্কৃতির লোকেরা বিয়েতে বিভিন্ন ঐতিহ্য পালন করে থাকেন। ভারী পোশাক, ভারী গয়না সবই থাকে বিয়ের অনুষ্ঠানে। কিন্তু যদি হয় পোশাক ছাড়া বিয়ের অনুষ্ঠান? জামাইকার এক রিসর্টে এমনই এক অদ্ভুত বিয়ে অনুষ্ঠিত হয়, যার রিচুয়াল শুনলে চোখ কপালে উঠবে আপনার।
এই বিয়েতে উপস্থিত সমস্ত অতিথির গায়ে কোনও পোশাক ছিল না। এমনকি বর আর কনেও সম্পূর্ণ খালি গায়ে ছিল। কেবল একজন দম্পতি সেইদিন বিয়ে করেননি। সেইদিন একইসঙ্গে বিয়ে করেন মোট ২৯ জন দম্পতি। এদের প্রত্যেকের গায়েই কোনও পোশাক ছিল না। এই অনুষ্ঠানটি হয় ২০০৩ সালে।
ইভেন্টটি অনুষ্ঠিত হয় জ্যামাইকার দ্বীপ দেশ সেন্ট অ্যানেতে। এক রিসোর্টে অনুষ্ঠিত হয়েছিল সমস্ত রিচুয়াল। সেসময়ই এই বিয়ে সারা বিশ্বে সারা ফেলে দিয়েছিল। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি হোটেলের বিচফ্রন্ট লনে আয়োজিত এক ঘণ্টার অনুষ্ঠানে নগ্ন হয়েছিলেন সব দম্পতি। ছিলেন বিভিন্ন দেশ এবং বিভিন্ন পেশার মানুষ। এদিনের ২৯ জন দম্পতির মধ্যে ছিলেন রাশিয়ান, ক্রো উপজাতির সদস্য, একজন নেটিভ আমেরিকান এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। পেশায় ছিলেন বিজ্ঞাপন নির্বাহী, ওয়েল্ডার থেকে এমনকী কিন্ডারগার্টেন শিক্ষকও।
ফ্লোরিডার ইউনিভার্সাল লাইফ চার্চের রেভারেন্ড ফ্রাঙ্ক সার্ভাসিও গণবিবাহের অনুষ্ঠানটি পরিচালনা করেন। তবে এই প্রথম নয়, এর আগেও এই রিসোর্টটিতে অতীতে এই ধরনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রিসোর্টটি বিখ্যাত এই কারণেই। তবে নগ্ন বিয়ে এর আগে হলেও, গণ নগ্ন বিয়ে এই প্রথম। প্রতি বছরই বেশ কিছু দম্পতি এইভাবে বিয়ে করেন। আগের দুই বছরে প্রতি বছর প্রায় ১২ জন দম্পতি এইভাবে রিসোর্টে বিয়ে করেন। তবে ২০০৩ সালের বিবাহ ছিল রেকর্ড ব্রেকিং।
তথ্যসূত্র: আজকাল অনলাইন