রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘জুলাইয়ে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অর্জিত বিজয় হাতছাড়া হয়ে যাবে যদি এ দেশের ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ না হয়।’
বাংলাদেশ জায়ামাতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত থানা শূরা সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার (১৩ জুন) নগরীর একটি মিলনায়তনে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।
নতুন বাংলাদেশের প্রত্যাশা ন্যয় ও ইনসাফভত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করছে জানিয়ে দলটির কেন্দ্রীয় নেতা অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এ দেশের ৫৪ বছরের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস। অন্যায় জুলুমের ইতিহাস। এ দেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চায় না। আর কোনো ডামি নির্বাচন দেখতে চায় না।’
জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমীর ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, টিম সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশেম।
এছাড়াও বক্তব্য রাখেন- দলের রাজশাহী মহানগরের নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, জামায়াতের শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট প্রমুখ।