সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
ঐক্য ন্যাপ জেলা কমিটির উদ্যেগে গতকাল বৃহস্পতিবার ১ ডিসেম্বর বিজয় মাস ও মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। গতকাল বিকেল ৫টায় নগরীর অলকার মোড়ে পার্টির অস্থায়ী কার্যালয়ে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা ঐক্য ন্যাপের আহবায়ক সামশুল আলম শরীফ। সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব আলী আর্সলান অপু। সভার শুরুতেই মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাষাসৈনিক মোশারফ হোসেন আকুঞ্জি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ন্যাপ কমিউনিস্ট পার্টির বিশেষ গেরিলা বাহিনীর সদস্য মুক্তিযোদ্ধা বদরে আলম, সাইফুজ্জামান তপন, রতন রায়, নাজমুল হাসান খান প্রমুখ।