মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র বোর্ডরুমে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফরিদ মামুদ হাসানসহ নেতৃবৃন্দ রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২ টায় এই সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ কর্তৃক গত ৫ জানুয়ারি সাহেব বাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে-২০২৫ বর্ষবরণের ‘আনন্দ র্যালি’ সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় চেম্বার সভাপতি মাসুদুর রহমান রিংকু পরিচালনা পর্ষদের পক্ষ থেকে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং মিস্টি মুখ করান।
আলাপকালে ৯ জানুয়ারি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে রাজশাহী শহরের যানজট নিরসনের বিষয়ে এক আলোচনা সভা রয়েছে। সভার বিষয়ে পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ সুমন, পরিচালক সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, মো. খায়রুল বাশারসহ রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ ও রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মনোয়ার সুলতান।