সোমবার, ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ-দৌলা দেশি-বিদেশি ষড়যন্ত্রের কাছে পরাজয় বরণ করেন। মূলত এই পরাজয়ের মধ্য দিয়েই ভারতবর্ষে বেনিয়া ব্রিটিশদের আধিপত্য সহজতর হয়। নবাবের পতনের অল্প সময়ের মধ্যেই এই উপমহাদেশে ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠিত হয় এবং ভারতবর্ষের মানুষ পৌনে দুশ বছরের জন্য পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়। নবাবেব পতনের অল্প সময়ের মধ্যে এই উপমহাদেশে ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠিত হয়।
২৩ জুন পলাশীর যুদ্ধে মীরজাফরের বিশ্বাসঘাতকতায় ক্লাইভের তিন হাজার সৈন্যের (এর মধ্যে মাত্র ৮০০ ইউরোপীয়) কাছে ১৮ হাজার অশ্বারোহী ও ৫০ হাজার পদাতিক নিয়ে গঠিত নবাবের বিরাট সৈন্যবাহিনির পরাজয় ঘটে। দিনটি ব্রিটিশদের কাছে তাদের ভারত বিজয়ের দিন হিসেবে খ্যাত হয়ে আছে।
জয়লাভের পর ব্রিটিশরা অচিরেই নবাবের কাছে বিরাট অঙ্কের (এক কোটি ৮০ লক্ষ পাউন্ডের মত) খেসারত দাবি করে। সম্ভবত এটি ছিল ওইসময় কোলকাতাবাসীর অস্থাবর সম্পত্তির মোট মূল্যের চেয়েও বেশি। ভারতীয় অর্থনীতিবিদদের হিসাব মতে ১৭৫৭ থেকে ১৭৮০ সালের মধ্যে ব্রিটিশরা ভারত থেকে পণ্য ও অর্থসহ তিন কোটি ৮০ লাখ পাউন্ডের সম্পদ স্বদেশে পাচার করে।