শনিবার, ২১ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৭ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
সিরাজগঞ্জে জেলা প্রশাসন এবং বিএসটিআই’র অভিযানে দই এর পাত্রে ওজন কম প্রদান এবং পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় তিন দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ গুহ্য এবং বিএসটিআই’র কর্মকর্তা উৎপল কুমার পরিদর্শক (মেট) এর অভিযানে সিরাজগঞ্জে মেসার্স জবা দই ঘরকে ৩ হাজার টাকা, মেসার্স হানিফ হাইওয়ে রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, মেসার্স এভাগ্রীন দই মিষ্টি এন্ড কনফেকশনারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, জয়পুরহাট জেলায় অভিযানে মেসার্স তানিয়া ক্লথ স্টোর, মেসার্স শর্মা ব্রাদার্স এবং মেসার্স বিপাশা বস্ত্রালয়কে অবৈধ গজ কাঠি ব্যবহার ও মিলন তেল কলের মোড়ক নিবন্ধন সনদ না থাকায় মামলা দায়ের করা হয়।
গত বৃহস্পতিবার নওগাঁ জেলায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মোড়ক নিবন্ধন সনদ না থাকায় মেসার্স দেওয়ানপুর মিষ্টি বাড়ীকে এবং অবৈধ ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারে জন্য মেসার্স মনষি জুয়েলার্সকে মামলা দায়ের করা হয়।