ওজনে কম দেয়ায় সাবওয়ে ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট: নভেম্বর ৪, ২০১৬, ১২:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



বৃহস্পতিবার বিকাল ৫ টায় কাটাখালীর সাবওয়ে ফিলিং স্টেশকে ভ্রাম্যমান আতদালত ৮ হাজার টাকা জরিমানা করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাবওয়ে ফিলিং স্টেশনে ডিসপেন্সার হতে সঠিক ওজনে পেট্রোল/ডিজেল দেয়া হয় কিনা তা আদর্শ মান মেশিন দিয়ে পরীক্ষা করা হয়। পরীক্ষান্তে দেখা যায়, ফিলিং স্টেশনে একটি ডিসপেন্সার হতে প্রতি ১০ লিটার ডিজেলে ১৫০ মিলিলিটার করে ডিজেল ওজনে কম দেয়া হয়। ওজনে কম দিয়ে গ্রাহকদের ঠকানোয় ওই ফিলিং স্টেশনের ম্যানেজার আবুল কালামকে দি স্ট্যান্ডার্ডস অব ওয়েটস এন্ড মেজার্স অর্ডিন্যান্স, ১৯৮২ এর ২৮ ধারার অপরাধে ৪৫ ধারায় জরিমানা করা হয়। ব্রাম্যমান আদালত পরিচালনা করেন রাজশাহী জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল। এ সময় রাজশাহী বিএসটিআই’র পরিদর্শক (মেট্রোলজি) মিঠুন কবিরাজ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে রাজশাহীর জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন বলেন, “ওজনে কারচুপি করে মানুষকে ঠকানো অত্যন্ত গর্হিত একটি কাজ। এ বিষয়ে জেলা প্রশাসন, রাজশাহী কঠোর অবস্থান নিচ্ছে। অপরাধীদের আইনের আওতায় এনে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ