শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
নবীন-যুগের অবসান ওড়িশায়। বুধবার রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নবীন পট্টনায়েক। ১৪৭ আসনের ওড়িশায় গতবার নবীনের বিজেডি পেয়েছিল ১১৩ আসন, বিজেপির কাছে ছিল ২৩টি। তবে এবারের বিধানসভা ভোটে একেবারে উলটে গিয়েছে হিসেব।
ম্যাজিক ফিগার ৭৪ অতিক্রম করে বিজেপি ওড়িশা বিধানসভায় একাই পেয়েছে ৭৮ আসন, বিজেডি সেখানে পেয়েছে ৫১টি আসন। যদিও প্রাপ্ত ভোটের হারের নিরিখে বিজেপির থেকে সামান্য এগিয়ে রয়েছে বিজেডিই। তবে তাদের হাতে আর রাজ্য রইল না।
অন্যদিকে লোকসভা ভোটেও ২১ আসনের মধ্যে কেবল ১টি আসন পেল বিজেডি, বিজেপি একাই পেয়েছে ১৯টি আসন। ফলাফল প্রকাশের পরের দিন, বুধবার সকালে রাজ্যপাল রঘুবীর দাসের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন ৭৮ বছরের নবীন পট্টনায়েক। উল্লেখ্য, প্রচারকালে বারবার তাঁর স্বাস্থ্যকে হাতিয়ার করেছে বিজেপি।
তথ্যসূত্র: আজকাল অনলাইন