মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই দিনের সরকারি সফরে আজ শুক্রবার রাজশাহী আসবেন বলে জানা গেছে। সফরসূচি অনুযায়ী মন্ত্রী আজ সকালে রাজশাহী কলেজ মাঠে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেলে মন্ত্রী সার্কিট হাউসে রাজশাহী সড়ক জোনের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সওজ কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে আলোচনা করবেন। গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরদিন শনিবার ওবায়দুল কাদের সকালে রাজশাহী মাদ্রাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী বিভাগীয় কর্মীসভায় উপস্থিত থাকবেন। পরে তিনি রাজশাহী থেকে নাটোর যাত্রাকালে পথিমধ্যে রাজশাহী-নাটোর মহাসড়ক পরিদর্শন করবেন। দুপুরে তিনি নাটোর সার্কিট হাউসে বাংলাদেশ আওয়ামী লীগ, নাটোর জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। এদিন বিকেলে মন্ত্রী ঢাকার উদ্দেশে নাটোর ত্যাগ করবেন।