মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
হযরত খাজা শাহসূফি মওলানা আহম্মদজী নূরপুরী চিস্তিয়া পীরে আলম ছরফে দ্বীন পীর দস্তগীর কেবলা সাহেবের পবিত্র ওরছ শরীফ আগামী ২৬ জানুয়ারি শুক্রবার ১৩ই রজব রাজশাহী নগরীর আহম্মদপুরস্থ এছমাইল হোসেন চিস্তি (রহ. আ.) (শাহ শাহেবের) খানকা শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কোরআনখানি, আম্বিয়া খতম, কবরস্থান জেয়ারত জিকির জিকির শাহফিল, তরিকার উপর আলোচনা মাজার তোয়াফ, সামা কাওয়ালি ও ফাতেহা শরীফ শেষে তবারক বিতরণ কর্মসূচি রয়েছে। ছবকের উন্নতিকল্পে দোজাহানের ফয়দার জন্য সকল মুরদানসহ সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন হাজী সেরাজুল ইসলাম চিস্তি মোতাওয়াল্লি ও খাদেম।