ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ

আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ১২:২৭ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ছিল কেবলই আনুষ্ঠানিকতার। কিন্তু বাংলাদেশের কাছে এই ম্যাচটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। খেলায় হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো তো গেছেই,তৃতীয় অর্থাৎ শেষ ওয়ানডে ম্যাচ জিতে বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করেছে। কিউইদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ।

৯ উইকেট আর ২০৯ বল হাতে রেখেই ঐতিহাসিক জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এতে ২-১ ব্যবধানে হেরে সফরকারীরা তিন ম্যাচ সিরিজ শেষ করেছে।

বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জিতলেও এর আগে কখনোই সীমিত ওভারের ম্যাচ ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে জয় পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত অধরা জয় ধরা দিলো ওয়ানডে ফরম্যাটে।

শরিফুল ৭ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নেন। সমান ওভারে ১৪ রানে তিন উইকেট তানজিম হাসান সাকিবের। সৌম্য সরকার ৬ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩টি।
তথ্যসূত্র: জাগোনিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ