মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি:
৬৪ জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় একমাত্র শিবগঞ্জের মেয়ে রোকেয়া খাতুন লাখ করেছেন ওয়ার্ন্ড স্পোর্টস স্টার এ্যাওয়ার্ড-২০২২ । মোসা: রোকেয়া খাতুন হলো শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের নিরালা গুচ্ছ গ্রামের রিক্সাচালকের মোহা:মুন্তাজ আলি গর্বিত মেয়ে ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিষয়ে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
এ উপলক্ষে তাকে সম্মাননা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি। বুধবার (১ জুন) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ম্যাংগো সিটি কর্তৃক আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে গৗড় শিবগঞ্জ ম্যাংগো সিটির প্রতিষ্ঠাতা পরিচালক আলমগীর হোসেন জয়ের সভাপতিতে সম্মাননা তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফজলে রাব্বী, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও সাংবাদিক সফিকুল ইসলামসহ অন্যরা।