ওয়ালশের সঙ্গে মনোযোগ দিয়ে কাজ করবেন রুবেল

আপডেট: আগস্ট ২, ২০১৭, ১২:৫১ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


অস্ট্রেলিয়ার সিরিজের জন্য বাংলাদেশের ক্যাম্পে শুরুর দিকে ছিলেন না রুবেল। ওই সময়ের ঘাটতিগুলো কাটিয়ে উঠতে আশাবাদী বাংলাদেশের এ পেসার। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে বেশি বেশি সময় কাটাতে চান রুবেল, ‘এখনও অনেক দিন সময় আছে। যেহেতু কয়েকটা বোলিং সেশন মিস করেছি, সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। যে কয়টা দিন অনুশীলন আছে, তার (ওয়ালশ) সঙ্গে মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করব।’
ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির একেবারে শেষদিকে অদ্ভূতভাবে আঘাত পেয়েছিলেন পেসার রুবেল হোসেন। ভারতের বিপক্ষে সেমিফাইনালের পর টিম মিটিং শেষে হোটেলে ফিরে রুমের দরজায় সজোরে ধাক্কা খান বাংলাদেশি পেসার। ফলে চোখ ও কানের মাঝখানের হাড় সরে গিয়েছিল তার। অস্ত্রোপচার শেষে এখন তিনি সুস্থ।
অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশের ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন কয়েকদিন হলো। গতকাল তিনি সাংবাদিকদের জানালেন, ‘এখন বেশ সুস্থ। নিজের ফিটনেস ফিরে পেতে আশাবাদী তিনি। দিন দিন শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কোনো ধরনের কোনো ব্যথা অনুভব করছি না। পুরো রান আপে বল করেছি আজ। আগের দিন শর্ট রান আপে বল করেছিলাম।’
ক্যারিবিয়ান গ্রেটের কাছ থেকে শিক্ষণীয় ব্যাপারগুলো আয়ত্ত করতে চান রুবেল। ওয়ালশের প্রশংসা করে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে তার কাছ থেকে অনেক শেখার আছে। কারণ তার টেস্ট রেকর্ড অনেক ভালো। কীভাবে লাইন-লেন্থে একইভাবে বোলিং করা যায় এবং বড় বড় দলগুলোর বিপক্ষে কীভাবে উইকেট বের করতে হবে এটা নিয়ে কাজ করব।’
বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ঘিরে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ায় চলমান দ্বন্দ্বের কারণে থেমে যেতে পারে এ আয়োজন। এসব নিয়ে অবশ্য কোনো দুশ্চিন্তা কাজ করছে না রুবেলের।
আপাতত অস্ট্রেলিয়া পরীক্ষার জন্য প্রস্তুতিতেই মনোযোগ তার, ‘আমরা কেউই এটা নিয়ে চিন্তা করছি না। কারা আসবে কী আসবে না সেটা ক্রিকেট বোর্ডের ব্যাপার। অস্ট্রেলিয়া আসবে ধরে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। না এলে আমাদের কিছু করার নেই।’-বাসস