সোমবার, ১৬ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ২ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী ওয়াসা পানির বিল তিনগুন বাড়িয়ে দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাজশাহী নগর জাসদ। বুধবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী ও সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু রাজশাহী ওয়াসা কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এই জনবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
তারা বলেন যে, রাজশাহী মহানগর জাসদ মনে করে যে, করোনার চলমান ভয়াবহ মহামারীর কবলে যখন নগরবাসী তাদের ব্যবসা-বানিজ্য-চাকরিতে আয় রোজগার হারিয়ে দিশেহারা ঠিক তখনই ওয়াসা কর্তৃপক্ষের এই হঠকারী সিদ্ধান্ত শুধুমাত্র গণবিরোধীই নয় বরং মরার উপর খাঁড়ার ঘা।
জাসদ মনে করে, ওয়াসার বিল তথা সমস্যাবলী সমাধান কল্পে নগরীর সর্বস্তরের জনগণকে নিয়ে করোনা মহামারীর প্রকোপ কমে যাওয়ার পর একটি গণশুনানি আয়োজন করা যেতে পারে। তার আগে বিলের আস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্নভাবে প্রত্যাহার করতে হবে। তা নাহলে বিক্ষুব্ধ রাজশাহীবাসীকে সাথে নিয়ে রাজশাহী মহানগর জাসদ প্রতিবাদ কর্মসূচি প্রদান করবে।