ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন স্টুয়ার্ট ল

আপডেট: জানুয়ারি ২৯, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



দুই বছরের জন্য ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার স্টুয়ার্ট ল। গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে তখনকার কোচ ফিল সিমন্সকে বরখাস্ত করেছিল দেশটির ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন ল। এ নিয়ে তৃতীয়বার কোনো জাতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি। এর আগে ২০১১ সালে শ্রীলঙ্কা ও ২০১১-১২ সালে বাংলাদেশের কোচ ছিলেন ল।
ল এমন সময়ে দায়িত্ব নিচ্ছেন যখন টেস্ট র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ৮ নম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ না পাওয়া দলটি ওয়ানডেতে রয়েছে নয় নম্বরে। সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় প্রথম দুই আসরের চ্যাম্পিয়নরা।
দলের ফলে উন্নতি, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টে নেতৃত্ব দিতে ৪৮ বছর বয়সী লকে বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তার মূল চ্যালেঞ্জ হবে আগামী ৩০ সেপ্টেম্বরে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে জেসন হোল্ডারের দলকে রাখা।