কখনও কলমে কলঙ্কের দাগ লাগতে দেন নি সাংবাদিক নাজু || স্মরণসভায় বক্তারা

আপডেট: ডিসেম্বর ৩, ২০১৬, ১২:০৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজশাহীর পুঠিয়ার সাহসী সাংবাদিক এবিএম সাইদুর রহমান নাজু স্মরণে রজশাহী প্রেসক্লাবে গতকাল বিকেল ৫টায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে প্রয়াত সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
রাজশাহী প্রেসক্লাবের সহসভাপতি আবু সালেহ মো ফাত্তাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
শোকসভায় আলোচনায় অংশ নেন, মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সেক্টরস কমান্ডার ফোরাম রাজশাহী মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী প্রেসক্লাবের যুগ্মসম্পাদক আসলাম-উদ-দৌলা, যুবনেতা সালাউদ্দিন মিন্টু, ইকবাল হাসান টাইগার ও প্রেসক্লাবের সহযোগী সদস্য নয়া রহমান।
আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাগরিক ভাবনার আহ্বায়ক হাবিবুর রহমান, সাংবাদিক এসএম আতিক, আব্দুস সাত্তার, ফয়সাল যুবরাজ, আব্দুল কাদির, বাংকার মুকুল বর্দ্ধণ সুখেন, যুবনেতা নজরুল ইসলাম, আসাদুল হক দুখু, ফটোসাংবাদিক সঞ্জু আহমেদ, রফিকুজ্জামান রানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নাজুরা সমাজ থেকে নিতে আসেন নি, শুধু দিয়ে গেছেন। কিছু কিছু ক্ষণজন্মা মানুষ থাকেন যাঁরা সামান্য সময়ের জন্য পৃথিবীর বুকে পদচারণা করে দেশ, জাতি, সমাজের জন্য অনেক কিছু করে যেতে পারেন। তাঁদের প্রস্থানে যে শূন্যতা তৈরি হয় তা কখনও পূরণ হওয়ার নই। নাজুর মতো রাজশাহীর আরেক কৃতিমান সাংবাদিক ছিলেন মাহাতাব চৌধুরী। তিনি বলতেন, ‘কলঙ্কের কালি দিয়ে আমার কলম পূর্ণ করবো না।’ নাজুরা কখনও তাঁদের কলমে কলঙ্কের দাগ লাগতে দেন নি। এখন সেই চেতনার বড্ড অভাব। অভাব বলেই তাঁদের স্মরণ করতে অনেকই কুন্ঠাবোধ করেন। এরচেয়ে বড় লজ্জ্বার কি হতে পারে? এ সময় বক্তারা রাজশাহী প্রেসক্লাবের মতো সাংবাদিক এবিএম সাইদুর রহমান নাজুর পরিবারের পাশে সকলকে দাঁড়ানোর আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ