সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের এক লেক তীরবর্তী জেলেপাড়ায় ভূমিধসে ৪০ জন নিহত হয়েছে। দেশটির আঞ্চলিক এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি একথা জানায়।
ভারি বর্ষণের ফলে পর্বত ঢালের একটি জেলে ক্যাম্পে এই ভূমিধসের ঘটনা ঘটে। ইতুরি প্রদেশের ডেপুটি গভর্নর পেসিফিক কেটা একথা জানান। তিনি বলেন, লেক আলবার্টের তীরবর্তী তোরা গ্রামে বুধবার ভূমিধসে ৪০ জন নিহতের এই ঘটনা ঘটে।
তথ্যসূত্র: বাসস