রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
কথাসাহিত্যিক শওকত ওসমান ১৯৯৮ সালের ১৪ মে মৃত্যুবরণ করেন (জন্ম: ২ জানুয়ারি, ১৯১৭ – মৃত্যু: ১৪ মে, ১৯৯৮)। তিনি বাংলাদেশের একজন চিন্তক, লেখক ও কথাসাহিত্যক ছিলেন। তার পৈত্রিক নাম শেখ আজিজুর রহমান।
নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রস-রচনা, রাজনৈতিক লেখা, শিশু-কিশোর সাহিত্য সর্বত্র তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তিনি ছিলেন এক উচ্চকিত কণ্ঠের অধিকারী।
‘ক্রীতদাসের হাসি’ তার একটি জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধির আন্দোলনে জীবনব্যাপি অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কার ও স্বাধীনতা দিবস পুরস্কার – এই তিনটিতেই ভূষিত হয়েছিলেন।