কবিকুঞ্জের ১৩০তম কবিতা আসর

আপডেট: ডিসেম্বর ৪, ২০১৬, ১২:১৪ পূর্বাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি
কবিকুঞ্জের ১৩০তম সাপ্তাহকি কবিতা আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় মিয়াপাড়াস্থ পাবলিক লাইব্রেরিতে বরেণ্য কবিকুঞ্জ পদকপ্রাপ্ত কবি সিরাজুদ্দৌলাহ বাহারের আসরে সভাপতিত্বে কবি কামরুল বাহার আরিফ-এর সঞ্চালনায় গুচ্ছ কবিতা পাঠ করেন, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী, বেনজামিন রিয়াজী, হাসিবুল ইসলাম শামীম হোসেন, তুলি রহমান, নাজিম খোকন, আতিকা চেরী, সমতোষ রায়, প্রত্যয় হামিদ, নুসরাত নুসিন, শফিউল আযম ও মেহবুব ইসলাম রহমত প্রমুখ।
সভাপতির বক্তব্যে কবি সিরাজুদ্দৌলাহ বাহার বলেন, কবিকুঞ্জ এখনকার প্রজন্ম কবিতার বিষয়ে সিরিয়াস হচ্ছে। তিনি নবীন কবিদের কবিতার প্রশংসা করে বলেন, কবিতার প্রতি জাস্টিস করলে কবিতা সময়কে জয় করবেই। তিনি আশা প্রকাশ করেন, কবিকুঞ্জ থেকেই উঠে আসা কবিরা নিজেদের কাব্যপ্রতিভা দ্বারা সারা দেশে রাজশাহীর প্রতিনিধিত্ব করবে। এছাড়াও তিনি নবীন লেখিয়েদেরকে লেখালেখির বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।