কবিকুঞ্জের ১৫৮তম কবিতা আসর

আপডেট: জুলাই ৩০, ২০১৭, ২:৪৬ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


নগরীর মিয়াপাড়াস্থ পাবলিক লাইব্রেরিতে গতকাল সন্ধ্যায় কবিকুঞ্জের ১৫৮তম সাপ্তাহকি কবিতা আসর অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন কবিকুঞ্জ পদকপ্রাপ্ত বরেণ্য কবি সিরাজুদ্দৌলাহ বাহার। কবি কাজী শোয়েব শাবাব-এর সঞ্চালনায় কবিতা পাঠ করেন কবি তুলি রহমান, নাজিম খোকন, সমতোষ রায়, প্রত্যয় হামিদ, জান্নাতুল ফেরদৌস, ফারজানা ফারিন ও মো. শফিউল আযম প্রমুখ। এছাড়া কবিতা আবৃত্তি করে শোনান কবি শফিক আজিজ। সভাপতির বক্তব্যে কবি সিরাজুদ্দৌলাহ বাহার বলেন, এখনকার প্রজন্ম কবিতার বিষয়ে সিরিয়াস হচ্ছে। তিনি নবীন কবিদের কবিতার প্রশংসা করে বলেন, ভালো কবিতা মানে হচ্ছে ভাষার সাবলীল ব্যবহার। একজন ভালো কবিকে অবশ্যই ভাষার উপর দখল ও কর্তৃত্ব থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, কবিকুঞ্জ থেকেই উঠে আসা কবিরা নিজেদের কাব্যপ্রতিভা দ্বারা সারা দেশে রাজশাহীর প্রতিনিধিত্ব করবে। এছাড়াও তিনি নবীন লেখিয়েদেরকে লেখালেখির বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।