‘কবিকুঞ্জ’ জীবনানন্দ কবিতামেলা ২১ ও ২২ অক্টোবর

আপডেট: অক্টোবর ১৪, ২০১৬, ১১:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর কবি ও কবিতার সংগঠন ‘কবিকুঞ্জ’ আয়োজিত দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতামেলা আগামি ২১ ও ২২ অক্টোবর নগরীর শাহমখদুম ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় শাহমখদুম কলেজে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। কবিকুঞ্জের মনোনয়ন বোর্ড কর্তৃক গৃহিত নীতিমালা অনুযায়ী এবছর কবিকুঞ্জ পদক দেয়া হবে কবি মাকিদ হায়দার ও সাহিত্যের ছোট কাগজ ‘চালচিত্রকে’।
গতকাল অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, কবিকুঞ্জের সভাপতি কবি রুহুল আমিন প্রামাণিক। পরিচালনা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লেখক প্রশান্ত কুমার সাহা, প্রকৌশলী তাজুল ইসলাম, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জুলফিকার আহমেদ গোলাপ, শাহমখদুম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায়, বরেন্দ্র কলেজের অধ্যক্ষ কবি আলমগীর মালেক, নাট্যব্যক্তিত্ব কামারুল্লাহ সরকার কামা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কবি কামরুল বাহার আরিফ, কবি মজিদা বিথী, কবি আবুল কালাম মুহাম্মদ আজাদ, সোনার দেশের সাহিত্য সম্পাদক প্রত্যয় হামিদ, কবি শামীম হোসেনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতামেলা নিয়ে গৃহিত সিদ্ধান্তগুলো বিস্তারিত বর্ণনা করা হয়। সে অনুযায়ী, ২১ অক্টোবর সকাল ৯টায় জাতীয় পতাকা ও ফেস্টুন উড়িয়ে কবিতামেলার উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন, প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। এরপর র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালি শেষে গণসংগীত পরিবেশনা। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। প্রথম দিনের কর্মসূচির মধ্যে থাকবে আবৃত্তি, দলীয় আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, আলোচনা, সাহিত্য আড্ডা প্রভৃতি। দ্বিতীয় দিনের কর্মসূচির মধ্যে রয়েছে কবিতা ভ্রমণ, বাউল গান, স্বরচিত কবিতা পাঠ, সাহিত্য আড্ডাসহ বিকেলে কবিকুঞ্জের পদক প্রদান।
এই মেলা উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করবে কবিকুঞ্জ। এবছর মেলা উৎসর্গ করা হবে কবি সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, শহীদ কাদরী, খন্দকার সিরাজুল হক ও ওয়ালী কিরণকে। মেলায় দেশ ও দেশের বাইরে থেকে কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্য সম্পাদকসহ সাহিত্যপ্রেমী মানুষরা উপস্থিত থাকবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ