কবি আবুবকর সিদ্দিক স্মরণে ‘স্মরণ সন্ধ্যা’

আপডেট: জানুয়ারি ৫, ২০২৪, ১০:২৮ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


‘অনেক বসন্ত আমি খুইয়ে এসেছি দেশান্তরী কুয়াশায় ‘ এই প্রতিপাদ্যে শুক্রবার (৫ জানুয়ারি) কবিকুঞ্জ-এ পালিত হলো সদ্য প্রয়াত কবি আবুবকর সিদ্দিক স্মরণে ‘স্মরণ সন্ধ্যা’ ৷
বীরমুক্তিযোদ্ধা করি রুহুল আমিন প্রামাণিকের সভাপতিত্বে আসরের শুরুতেই সদ্যপ্রয়াত কবি আবুবকর সিদ্দিক ‘র প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

অধ্যাপক সালিম সাবরিন, মোস্তফা তারিকুল আহসান, মোস্তাক রহমান এবং কবিকুঞ্জ’র সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার প্রয়াত কবির নানান অনুসঙ্গ নিয়ে স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন। তাতে কবির জীবনের নানান অজানা কথা জানা যায়।

আবুবকর সিদ্দিক স্মরণসন্ধ্যা অনুষ্ঠানে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বক্তব্য রাখেন প্রফেসর গোলাম কবির, কবি সিরাজুদ্দৌলাহ বাহার প্রমুখ। কবি আরিফুল হক কুমারকে উৎসর্গিত কবি আবুবকর সিদ্দিকের কাব্যগ্রন্থ ‘হাওরের হাহাকার’ থেকে কবিতা পাঠ করেন কবি হাবিবুল ইসলাম তোতা, শামীমা নাইস, কবি বীথি মজিদা, কবি হাসিবুল ইসলাম, কবি সিরাজুদ্দৌলাহ বাহার, শামীমা ডেইজ লিপি, কবি শাহনাওয়াজ প্রামানিক সুমন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ