রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
কবি আহসান হাবীবের জন্মদিন আজ। তিনি ১৯১৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন। কবি আহসান হাবীব বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও সাহিত্যিক। কথা সাহিত্যিক শওকত ওসমান এবং কবি আহসান হাবীব ছিলেন ঘনিষ্ঠতম বন্ধু।
তরুণ বয়সে কলকাতা থেকে জীবন সায়াহ্নেও সেই বন্ধুত্ব ছিল অটুট। আহসান হাবীবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- রাত্রিশেষ (১৯৪৮), ছায়াহরিণ (১৯৬২), সারা দুপুর (১৯৬৪) আশায় বসতি (১৯৭৪), মেঘ বলে চৈত্রে যাবো (১৯৭৬), দু’হাতে দুই আদিম পাথর (১৯৮০)। তিনি ১০ জুলাই ১৯৮৫ সালে মৃত্যুবরণ করেন।