রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
কমেছে ব্রয়লার মুরগির দাম। রাজশাহীর বাজারে বিক্রি হয়েছে ১৯০ টাকা কেজি দরে। যা গত সপ্তায় বিক্রি হয়েছে ২১০ টাকা কেজি দরে। এছাড়া পটল, ঢেঁড়স ও তরই এর দাম কমলেও বেড়েছে পেঁয়াজ, আদা-রসুনের দাম। সপ্তা ভেদে রাজশাহীতে এইসব জিনিসগুলোর দাম বেড়েছে তিন থেকে পাঁচ টাকা। শুক্রবার (৩১ মে) নগরীর বিভিন্ন বাজারে এমন দামে কেনা-বেচা হয়েছে। একই সাথে সপ্তা ভেদে অপরিবর্তিত রয়েছে মাছের দাম।
জানা গেছে, এই সপ্তাহে নগরীর কাটাখালী বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। এছাড়া কাঁচা মরিচের কেজি ১৮০ থেকে ২০০ টাকা, রসুন ২৪০ টাকা, দেশি রসুন ২০০ টাকা, ভারতীয় আদার কেজি ছিল ৩০০ টাকা, বার্মার ২৮০ টাকা।
প্রতিকেজি আলু ৫০ টাকা, পেঁপের কেজি ৪০ থেকে ৫০ টাকা, বেগুনের কেজি ৩০ থেকে ৫০ টাকা, টমেটোর কেজি ৪০ টাকা, করলা ৪০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ২৫ থেকে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙে ও ধুন্দুল ৬০ টাকা, সজনে ডাঁটা ৮০ টাকা দরে বিক্রি হয়েছে।
বাজারে প্রতিকেজি সিলভার মাছ প্রকার ভেদে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২৪০ টাকা দরে, পাঙাশ মাছ প্রতিকেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া প্রতিকেজি ২২০ থেকে ২৪০ টাকা, চাষের শিং মাছ প্রতি কেজি ৪৮০ থেকে ৫০০ টাকায়, রুই প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকায়, চাষের কই প্রতিকেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, ছোট দেশী কই প্রতিকেজি বিক্রি হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকা দরে।
এছাড়া চাষের পাবদা প্রতিকেজি মানভেদে বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা দরে। চিংড়ি প্রতিকেজি ৮০০ টাকা, কাতলা মাছ প্রতিকেজি ৩২০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হয়েছে।
বাজারে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতিকেজি গরুর মাংস বিক্রি হয়েছে ৭৫০ টাকা দরে। এছাড়া খাসির মাংস প্রতিকেজি ১ হাজার ১০০ টাকা ছাড়াও ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০ টাকা, সোনালী ৩৭০ টাকা, লেয়ার মুরগি ৩৬০ টাকা ও দেশি মুরগি ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।