সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ তাপদাহ। এমন অবস্থায় বেশি গরম অনুভূত হচ্ছে। তবে আাবহাওয়া অফিস বলছে, আকাশে হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। তবে এই মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
শনিবার (১৮ মে) রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ ও সন্ধ্যায় ছিল ৭৭ শতাংশ। এছাড়া শুক্রবার (১৭ মে) দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, রাজশাহীতে বৃহস্পতিবার ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। অল্প বৃষ্টিপাত ও আকাশে মেঘের কারণে বেড়েছে গরম। তবে বৃষ্টিপাতের পরে কমতে পারে গরমের তীব্রতা।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক শহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।