নাটোরে মিলনের উদ্যোগে ২ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট: জানুয়ারি ২৯, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:নাটোরে দুই হাজার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হোসেন মিলন।
সোমবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর সদর উপজেলার তালতলা হাফরাস্তা চকআমহাটি উচ্চ বিদালয় মাঠে অসহায়-গরীব মানুষের মাঝে এসব কম্বল তুলে দেন। এসময় কয়েকটি ওয়ার্ডের প্রায় দুই হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে জামিল হোসেন মিলন বলেন, গতবার এ ভোট থেকে আমাকে সরাতে আটকে রাখা হয়েছিল। ২০১৯ সালে সদর উপজেলা পরিষদ নির্বাচনের আগে আমি ৩ মাস ২৩ দিন নিখোঁজ ছিলাম। সেই সময় কেউ ভোট দিতে পারেন নাই। এবার আপনাদের দোয়া ও ভালবাসায় নিয়ে আপনাদের সেবা করতে চাই।

আল্লাহপাক যদি কাউকে বাঁচিয়ে রাখে, কাউকে কেউ মারতে পারে না। আপনারা আমার মুক্তির জন্য রাজপথে নেমেছিলেন। আন্দোলন, সংগ্রাম করেছিলেন। যার ফলে আমি আপনাদের সামনে ফিরে আসতে পেরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন আমৃত্যু আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।

তবে ওই সময় এত দিন তিনি কোথায় ছিলেন? কারা তাকে আটকে রেখেছিল? কেন আটকে রেখেছিল? এসব প্রশ্নের উত্তর আজও জানা যায়নি। মিলন শহরতলির তালতলা হাফরাস্তার এমদাদুল হক মিয়াজির ছেলে। নিখোঁজের সময় তিনি আওয়ামী লীগ থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছিলেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে মনোনয়ন চেয়ে আবেদনও করেছিলেন। কিন্তু কেন্দ্র সিদ্ধান্ত দেওয়ার আগেই নিখোঁজ হন।

কম্বল বিতরণ কালে অন্যান্যদের উপস্থিত ছিলেন, চকআমহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহিদ ইসলাম জাহিদ,স্থানীয় ইউপি সদস্য রাসেদুল ইসলাম, ইউপি সদস্য ও মিলনের বাবা এমদাদুল হক মিয়াজি, মামুন পাঠান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে নাটোর সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১২ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।