মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চালের বাজার স্থিতিশীল রাখতে চালের দাম কমানোর ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের চাল-কল মালিকরা।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা চালকল মিল মালিক গ্রুপ ও জেলা মিল মালিক ও ধান চাল সমিতির নেতারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে জেলা চালকল মিল মালিক গ্রুপের সহ-সভাপতি আনোয়ার হোসেন বলেন, ধানের দাম বৃদ্ধির কারণে চালের দাম কিছুটা বেড়েছিলো, তবে আমরা গত কয়েকদিন থেকে চালের দাম অনেকটাই কমিয়েছি। তবে আমাদের কাছে কম দামে চাল কিনে কিছু পাইকারি ও খুচরা বিক্রেতা বেশি দামে বাজারের চাল বিক্রি করছে যা কাম্য নয়।
তিনি বলেন, মিলগেটে কম বেশি কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছিলো, আবারো অন্তত দুই টাকা কমানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নবাব গ্রুপের কর্ণধার আকবর হোসেন, মোজাম্মেল হক অটো রাইস মিলের চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ফারুক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন, আতিক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজ উদ্দিন সহ অন্যান্য চালকল মালিকবৃন্দ।