মঙ্গলবার, ২৪ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা প্রশাসকের পর এবার করোনায় আক্রান্ত হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী। রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে অতিরিক্ত জেলা প্রশাসক নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শরীরে উপসর্গ দেখা দিলে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে করোনার নমুনা পরীক্ষা করেন তিনি। তবে নমুনা পরীক্ষার পর সন্ধ্যায় তার রিপোর্ট পজিটিভ হয়। বর্তমানে তিনি হোম আইসোলেশন থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি শারীরিকভাবে ভাল আছেন।