কর্ণাটক সরকারের মুসলিম কন্ট্রাক্টরদের জন্য ৪% টেন্ডার সংরক্ষণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

আপডেট: মার্চ ১৫, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


কর্ণাটকক সরকারের মুসলিম কন্ট্রাক্টরদের জন্য ৪% সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। বিজেপি কংগ্রেসকে “তোষণের রাজনীতি” করার অভিযোগে অভিযুক্ত করেছে এবং দাবি করেছে যে এই সিদ্ধান্তের পেছনে রাহুল গান্ধীর প্রভাব রয়েছে।

রোববার এক সংবাদ সম্মেলনে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, “কর্নাটক সরকারের মুসলিমদের জন্য ৪% সংরক্ষণ রাহুল গান্ধীর পূর্ণ পৃষ্ঠপোষকতায় পাস হয়েছে। আমরা এই কথা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি।” তিনি আরও বলেন, কর্নাটক সরকারের এই পদক্ষেপ রাহুল গান্ধীর মানসিকতাকে প্রতিফলিত করে।

শনিবার সিদ্দারামাইয়া ক্যাবিনেট কর্নাটক ট্রান্সপারেন্সি ইন পাবলিক প্রোকিউরমেন্ট (কঞচচ) আইনে সংশোধনী অনুমোদন করে, যার মাধ্যমে ১ কোটি টাকার মধ্যে টেন্ডারের জন্য মুসলিম কন্ট্রাক্টরদের ৪ শতাংশ সংরক্ষণ দেওয়ার পথ প্রশস্ত হয়েছে। এর ফলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিজেপির রবিশঙ্কর প্রসাদ বলেন, “এটি শুধুমাত্র কর্ণাটক নয়, গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। স্বাধীনতা সংগ্রামের সময় সামান্য বিষয়গুলি যেমন পৃথক বিশ্ববিদ্যালয়, পৃথক নির্বাচন ব্যবস্থা, পরবর্তীতে দেশের বিভাজনের দিকে নিয়ে গিয়েছিল।”

এটি ধর্মীয় মেরুকরণকে উৎসাহিত করে বলে মন্তব্য করে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বলেন, “এই সরকার ক্ষমতা ও সরকারি সম্পদকে ভোট ব্যাংকের রাজনীতির জন্য অপব্যবহার করছে এবং আমাদের অর্থনীতিকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির মাঠে পরিণত করছে।”
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ