কর্মসংস্থানের সুযোগ নিয়ে রাবিতে শুরু হয়েছে ‘জব ফেয়ার’

আপডেট: অক্টোবর ১৮, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:


অর্ধশতাধিক কর্মসংস্থানের সুযোগ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সপ্তম বারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘জব ফেয়ার’। মেলাটি বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়েছে চলবে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকাল ৪টা পর্যন্ত।

বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

ক্যারিয়ার ক্লাবের সভাপতি খোন্দকার অভিষেক ইবনে শামস’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ, সহকারী প্রক্টর ড. জহুরুল হক আনিস, ক্লাবটির উপদেষ্টা সাদিকুল ইসলাম সাগর, সপ্নীল রহমান ও মনিমুল হক।

অর্ধশতাধিক শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ নিয়ে মেলায় থাকছে প্রাণ আরএফএল, এডুকেশন হাব, মেরিকো বাংলাদেশ লিমিটেড, মেন্টর, বিকাশ, লোট্টো , ব্র্যাক, পাঞ্জেরী, এডুলক্সপার্ট, ব্ল্যাকসহ আরো মোট ১৫ টি কোম্পানি।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সহযোগিতার লক্ষ্যে দুই দিনব্যাপী সিসিডিসি ও ডিনস কমপ্লেক্সে থাকছে বিভিন্ন ইন্টারএক্টিভ সেশন। তাছাড়াও এই ফেস্ট শিক্ষার্থীদের জন্য ফুল-টাইম, পার্ট-টাইম, স্বেচ্ছাসেবক এবং ইন্টার্নশিপের সুযোগ অন্বেষণ করার একটি প্ল্যাটফর্ম।

এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে কয়েকটি শেসনের আয়োজন। সেশন গুলোর মধ্যে রয়েছে ‘মিথ বাস্টিং আইইএলটিএস, আনলকিং ফিউচার সাকসেস: ন্যাভিগেটিং ক্যাম্পাস রিক্রুটমেন্ট অপরচুনিটিস, কোডটি ক্র্যাক করুন: রিজিউম এবং ইন্টারভিউ হ্যাক এবং ‘রোড টু স্টাডি অ্যাবরোডের মত গুরুত্বপূর্ণ সব সেশন। সেশনগুলো বিশ্ববিদ্যালয় সিসিডিসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। প্রতিষ্ঠার পর ক্লাবটি ৭টি সফল জব ফেয়ার ও ৬টি সফল ক্যারিয়ার ফেস্টের আয়োজন করেছে। এছাড়াও বিভিন্ন সময় সেমিনার, ওয়ার্কশপ ও প্রতিযোগিতা, পাবলিক স্পিকিং এর আয়োজন করে থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ