রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
ঈদের ছুটির পর কর্মস্থলে ফিরতে মানুষের ঢল নেমেছে নাটোর কেন্দ্রীয় বাস টার্মিনাল বড় হরিশপুরে। এই সুযোগকে কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে অনেক পরিবহনের বিরুদ্ধে । শুক্রবার (১৩ জুন) সকালে ঢাকা, টাঙ্গাইল,গাজিপুর ময়মনসিংসহ বিভিন্ন গন্তব্যের বাসে নির্ধারিত ভাড়ার চেয়ে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, কাউন্টার থেকে বলা হচ্ছে সিট নেই। দ্রুত গেলে ভাড়া বেশি। ভাড়া দিলে সিট পাওয়া যাবে। আর ভাড়া নেয়া হচ্ছে বেশি।
এ অবস্থা যখন ঢাকাগামী বাসের টিকেট সংকটে যাত্রীরা হাহাকার করছিলেন সেই মুহূর্তে তাদের এই কষ্ট লাঘব করে দেন, নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন। শুক্রবার (১৩ জুন) দুপুরে নাটোরের বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলা পুলিশের দুটি বাসের মাধ্যমে এই যাত্রীদের ঢাকা ফেরার ব্যবস্থা করে দেন তিনি। শুক্রবার দুপুরে বাস টার্মিনাল গুলোতে যাত্রীবাহী বাসে ভাড়া নিয়ন্ত্রণ এবং যাত্রী হয়রানি বন্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা পরিদর্শনে যান তিনি।
এ সময় বাস না পেয়ে টার্মিনালে শত শত যাত্রী বাসের অপেক্ষায় বসে ছিলেন। অধিকাংশ যাত্রী বাসের টিকিট পেলেও কিছু যাত্রী কোন বাসের টিকিট পাননি। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে নি¤œ আয়ের এই মানুষগুলোর জন্য বিনামূল্যে বাসে করে ঢাকায় যাওয়ার ব্যবস্থা করেন পুলিশ সুপার। এতে যাত্রীরাও স্বস্তি বোধ করেন এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।