বিএনপির শতাধিক লোকজন ক্ষেতলাল থানা ঘেরাও ঘরে করে হামলার অভিযোগ করেছে পুলিশ
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে তিন কর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) ইফতারের আগ মুহূর্তে ক্ষেতলাল থানায় এ ঘটনা ঘটে। তবে আহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি। এ ঘটনায় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রফিক নামে ভুক্তভোগী এক ব্যক্তি সাংবাদিকদের জানান, ক্ষেতলাল পৌর এলাকার শাখারুঞ্জ গ্রামের তোফাজ্জল হোসেন জমি রেজিস্ট্রির জন্য ক্ষেতলাল উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে আসেন। এ সময় স্থানীয় পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি কবির চৌধুরীর নেতৃত্বে বিএনপিকর্মী মাসুদ চৌধুরী, গোলাম মওলা ও জুয়েল রেজিস্ট্রির জন্য তোফাজ্জলের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তবে চাঁদা দেবেন না বলে জানান তিনি।
রফিক আরও জানান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থকে বিষয়টি জানার পর তিনি চাঁদা না দিলে দলিল রেজিস্ট্রি করতে দেয়া হবে না বলে হুমকি দেন। তাকে বাধা দিতে গেলে তোফাজ্জলসহ তার চার আত্মীয়কে মারধর করা হয়। এদের মধ্যে রফিকও ছিলেন। পুলিশ চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেইসঙ্গে বিএনপির তিন কর্মীকেও থানা হেফাজতে নেয়া হয়। আর তোফাজ্জলকে গুরুতর আহত অবস্থায় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
থানায় পুলিশ হেফাজতে থাকা বাকি তিনজনকে ছাড়িয়ে নিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থের নেতৃত্বে শতাধিক লোকজন থানায় হামলা করে বলে অভিযোগ করেন রফিক।
তিনি বলেন, ‘হামলায় দায়িত্বরত দুই পুলিশ সদস্য আহত হন। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ তিনজনকে আটক করে সেনাবাহিনী।’
খবর পেয়ে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাবের নেতৃত্বে জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স, জেলা গোয়েন্দা শাখা ও কালাই থানা পুলিশের শতাধিক সদস্য থানায় অবস্থান নেয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, ‘দলের যেই হোক অপরাধ করলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।’
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান সরকার বলেন, ‘বিএনপি নেতাদের নেতৃত্বে থানায় হামলা করে পুলিশকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।’