কলকাতায় ফের করোনার থাবা, এক সপ্তাহে আক্রান্ত ৫

আপডেট: মে ১৭, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


কলকাতায় আবারো করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত সপ্তাহে ৫ জনের শরীরে কোভিডের ভাইরাস মিলেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনকে। প্রসঙ্গত, কয়েকদিন ধরে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তার মধ্যেই কলকাতায় নতুন করে কোভিড আতঙ্ক দেখা দিয়েছে।

মহারাষ্ট্রে এখন পর্যন্ত ৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, কলকাতায় যারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরা সকলেই কোনো না কোনো অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রুটিনমত তাঁদের কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

হাসপাতাল সূত্রে আরো জানা গিয়েছে, রিপোর্ট নেগেটিভ আসার পর তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। দু’জন এখনও চিকিৎসাধীন। এদের মধ্যে কেউ কেপি-২ তে আক্রান্ত কিনা তার জন্য জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসলেই বোঝা যাবে তাদের কেউ কেপি-২ তে আক্রান্ত কিনা। চিকিৎসকদের কথায়, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ