কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্রের ১০ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি প্রকল্প চালু

আপডেট: নভেম্বর ৯, ২০২৩, ৮:১০ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


প্রাণের টানে নিজ বাসভুমি এবং প্রিয় স্কুল প্রাংগনে ছুটে এসেছিলেন তিনি। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যায়তন রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৬৬ ব্যাচের কৃতিছাত্র আমেরিকা প্রবাসী রবিউল হাসান স্কুলের মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি প্রদানের লক্ষ্যে এককালীন ১০ লক্ষ টাকার একটি এফ,ডি,আর করে সেই টাকার বাষিক লভ্যাংশ দ্বারা প্রতিবছরই স্কুলের মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি প্রকল্প চালু করলেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে এক অনাড়ম্বর অনুসঠানের মাধ্যমে রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নুরজাহান বেগম হেলেন এর হাতে প্রাক্তন ছাত্র মো: রবিউল হাসান ১০ লক্ষ টাকার এফ,ডি,আর তুলে দেন। এইসময় উপস্থিত ছিলেন রবিউল হাসানের স্ত্রী, স্কুলের সহকারী প্রধান শিক্ষক এমরান আলী, শিক্ষক তরিকুল ইসলাম, এই স্কুলের ১৯৭৪ এস,এস,সি ব্যাচের সামাজিক সংগঠন সতীর্থ ‘৭৪ এর সভাপতি ইঞ্জিনিয়ার একেএম খাদেমুল ইসলাম ফিকশন ও সম্পাদক নাজমুল আবেদীন টুবলু।

এর আগে ২০১৮ সালে সতীর্থ ‘৭৪ সংগঠনের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার অনুরূপ বৃত্তি প্রকল্প চালু করা হয়েছিলো যা এখনো অব্যাহত আছে। মুলত এই সতীর্থ ‘৭৪ বৃত্তি প্রকল্প কায্যক্রমে অনুপ্রাণিত হয়েই আমেরিকা প্রবাসী রবিউল হাসান এই ধরনের বৃত্তি প্রকল্প চালু করতে উদ্যোগী হয়েছেন। প্রাক্তন ছাত্রের এই মানবিক ও মহৎ উদ্দোগের ভুয়সী প্রশংসা করেন উপস্থিত সুধীজন। সবাই আশা প্রকাশ করেন অনেকেই এই ধরনের মহতী উদ্যোগে এগিয়ে আসবেন।