কলেজের দেয়ালে ‘জয় বাংলা’ লেখার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ

বাগাতিপাড়া প্রতিনিধি


নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ডিগ্রী কলেজের দেয়ালে ‘জয় বাংলা’ লেখায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কলেজটির প্রধান ফটকে এই লেখা দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ওই দিনই বিকেলে কর্মীদের নিয়ে লেখাটি মুছে বাঁশবাড়িয়া বাজারে বিক্ষোভ মিছিল করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা।

মিছিলে উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সদস্য শিমুল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার হোসেন, তারিক আজিজ, সম্রাট ও বাগাতিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাঈম ইসলাম প্রমুখ।

পরদিন সকালে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীনের নেতৃত্বে উপজেলার বিহারকোল বাজারে বিক্ষোভ মিছিল করা হয়।

Exit mobile version