সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:পাবনার সাঁথিয়ায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির নামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজে দুর্বৃত্তরা মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতের আঁধারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামে কলেজ ক্যাম্পাসে। এ ঘটনায় বুধবার (২৮ ফেব্রুয়ারি) থানায় মামলা হয়েছে।
থানায় মামলা সুত্রে জানা গেছে, ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে দুর্বৃত্তরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে কলেজ ক্যাম্পাসে আক্রমন চালায়। এ সময় কলেজের উন্নয়ন কাজের জন্য নিয়োজিত নৈশপ্রহরী কামরুজ্জামান সেলিমকে দেখে তারা প্রথমেই তাকে হত্যার হুমকি দেয়। ভয় পেয়ে নৈশপ্রহরী দৌড়ে পালিয়ে দুরে অবস্থান নেয়। এ সময় দুর্বুত্তরা পর্যায়ক্রমে কলেজের অফিস কক্ষ,সাইনবোর্ড,ভবন নির্মাণের মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেটর,পানি সরবরাহের মুল লাইন ভাঙচুর করে এবং কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের দেয়াল ভেঙে গুড়িয়ে দেয়।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার বাদী হয়ে ১২জনকে নামীয় এবং অজ্ঞাতদের আসামি করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন ও সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মামলা দায়েরের প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।