কলেজ শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ৪, ২০১৬, ১১:৫৮ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


অবসরপ্রাপ্ত সরকারি কলেজ শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি প্রফেসর দেওয়ান নূরুল হক।
সভায় প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাসকে সভাপতি, প্রফেসর সাদেকুল আলমকে সাধারণ সম্পাদক ও প্রফেসর আতা এলাহী মো. আবদুল্লাহকে কোষাধ্যক্ষ করে আগামী এক বছরের জন্য ৭ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এসময় অবসরপ্রাপ্ত প্রায় ৭৫ জন অধ্যাপক উপস্থিত ছিলেন। গতকাল রোববার রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ